closed
🕗 opening times
Sunday | - | |||||
Monday | - | |||||
Tuesday | - | |||||
Wednesday | - | |||||
Thursday | - | |||||
Friday | - | |||||
Saturday | - |
صلاح الدين, شوران, 42385, المدينة المنورة, SA Saudi Arabia
contacts phone: +966 59 991 8036
larger map & directionsLatitude: 24.3957086, Longitude: 39.6381703
عبد الله سميع
::নবী-রাসুল ও নেককারদের বিপদাপদ সম্পর্কে সামান্য কয়েকটি হাদীস দলীল- ৫০ আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃ)-এর কাছে গেলাম। তখন তিনি জ্বরে ভুগছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত। তিনি বললেন, হ্যাঁ। তোমাদের দু ব্যক্তি যতটুকু জ্বরে আক্রান্ত হয়, আমি একাই ততটুকু জ্বরে আক্রান্ত হই। আমি বললাম, এটি এজন্য যে, আপনার জন্য দ্বিগুণ সাওয়াব। তিনি বললেন, হ্যাঁ তাই। কেননা যে কোনো মুসলিম দুঃখ-কষ্টে পতিত হয়, তা একটা কাঁটা কিংবা আরও ক্ষুদ্র কিছু হোক না কেন, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ মুছে দেন, যেমন গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে’’ বুখারী ৫৬৪৭, ৫৬৪৮, ৫৬৬০, ৫৬৬১, ৫৬৬৭; মুসলিম ৬৪৫৩-(৪৫/২৫৭১); রিয়াদুস সালিহীন ৩৯ দলীল- ৫১ সা’দ ইবন আবি ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাঃ)-কে একবার জিজ্ঞেস করা হল, হে আল্লাহর নবী! কোন ধরনের লোককে বিপদাপদ দিয়ে সবচেয়ে বেশী পরীক্ষা করা হয়? রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘’নবীদেরকে। তারপর তাদের পরে যারা উত্তম তাদেরকে। মানুষকে আপন আপন দ্বীনদারীর অনুপাতে পরীক্ষা করা হয়। দ্বীনদারীতে যে যত বেশী মজবুত হয় তার বিপর মুসিবত তত বেশী কঠিন হয়। দ্বীনের ব্যপারে যদি মানুষের দুর্বলতা থাকে, তার বিপদও ছোট ও সহজ হয়। এভাবে তার বিপদ হতে থাকে। এ নিয়েই সে মাটিতে চলাফেরা করতে থাকে। পরিশেষে তার কোনো গুনাহখাতা থাকে না’’ তিরমিযি ২৩৯৮; ইবন মাযাহ ৪০২৩; মিশকাতুল মাসাবীহ ১৫৬২ (আলবানি সহীহ বলেছেন)
abode 1245
::جيد جدا وأسعار معقوله
Mody Star
::عادي جدا
Ahmed Ahmed
::كويس
محمد منور
::سيىء