Ingen oplysninger
🕗 åbningstider
Søndag | ⚠ | |||||
Mandag | ⚠ | |||||
Tirsdag | ⚠ | |||||
Onsdag | ⚠ | |||||
Torsdag | ⚠ | |||||
Fredag | ⚠ | |||||
Lørdag | ⚠ |
نبلاء،، Nubala, Medina 42385, Saudi Arabia
kontakter telefon: +966 56 595 0936
Større kort og retningerLatitude: 24.3857137, Longitude: 39.6622994
حامد البلوشي
::عبد الله سميع
::আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেন, মহাপবিত্র আল্লাহ বলেছেনঃ ‘’হে আদম সন্তান! আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবো এবং তোমার দারিদ্র দূর করবো। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর পেরেশানী দিয়ে পূর্ণ করবো এবং তোমার দারিদ্রতা দূর করবো না’’ ইবন মাযাহ ৪১০৭; তিরমিযি ২৪৬৬ (আলবানি সহীহ বলেছেন) দলীল- ৬৮ আবু তামীমাহ আল- হুজাইমী বালাহাজীমের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আমি একদা বললাম, ইয়া রাসুলাল্লাহ (সাঃ)! আপনি কিসের প্রতি আহবান করেন? তিনি বললেন, আমি তোমাদেরকে এ কথার প্রতি আহবান করি যে, আল্লাহ এক, যাকে কোন মুসিবতে পরে তুমি তাকে ডাকলে তিনি তোমার মুসিবত দূর করেন। তৃণ-পানিহীন বিজন প্রান্তরে হারিয়ে গিয়ে তাঁকে ডাকলে তিনি তোমাকে তোমার (ঠিকানায়) ফিরিয়ে দেন। তিনি ঐ সত্ত্বা যাকে দুর্ভিক্ষে পরে তুমি ডাকলে তোমাকে সচ্ছলতা দান করেন’’ সাহীহাহ ৪২০ আতিফা পাবলিকেশন্স ৯৩১ (আলবানি সহীহ বলেছেন) যখন রাসুল (সাঃ) কোনো অস্পষ্ট বিষয়ে বা দুর্বোধ্য কাজে অবতরন করতেন অথবা চিন্তাগ্রস্ত হতেন তখন তিনি সলাত আদায় করতেনঃ দলীল- ৬৯ সুহাইব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাঃ) বলেছেনঃ ”আম্বিয়াগন শঙ্কিত হলে সলাতের আশ্রয় নিতেন” সাহীহাহ ১০৬১, ২৪৫৯, ৩৪৬৬ [আতিফা পাবলিকেশন্স ৬৬৬, ৬৭১, ৭১২] (আলবানি সহীহ বলেছেন)